wb_sunny

Breaking News

নির্বাচন কমিশনে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করুন: ঐক্য পরিষদ

নির্বাচন কমিশনে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করুন: ঐক্য পরিষদ

আগামি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিতব্য নির্বাচন কমিশনে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠির পক্ষ থেকে যোগ্য, সর্বজনমান্য অন্যুন একজন প্রতিনিধি যাতে অন্তর্ভুক্ত হতে পারেন সে বিষয়টিকে যথাযথ বিবেচনায় নেয়ার জন্যে অনুসন্ধান কমিটি ও মহামান্য রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।


উল্লেখ্য, বাংলাদেশের বিদ্যমান ভোটারদের মধ্যে অন্ততঃ এক-দশমাংশ ভোটার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। পূর্বে গঠিত নির্বাচন কমিশনগুলোতে এ সম্প্রদায়ের কোন প্রতিনিধিত্ব না থাকায়  আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, নির্বাচনের পূর্বাপর সময়কালের পরিস্থিতি যেমনিভাবে তাঁদের বিবেচনায় আসেনি তদ্রুপ অন্তবর্তীকালীন পর্যায়েও নির্বাচনের তারিখ ও সময়সূচি নির্ধারণে তাঁরা এদের ধর্মীয় অনুভূতিকেও বিবেচনায় আনতে ব্যর্থ হয়েছেন। যে কারণে অনভিপ্রেত পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে গোটা দেশ ও জাতিকে।

সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে সংগঠন বলেছে, দেশের প্রায় এক-দশমাংশ সংখ্যালঘু ভোটার নির্বাচন কমিশনে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রত্যাশা করছে। (বিজ্ঞপ্তি)


সূত্র: bdchristiannews

Android Apps on Google Play

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Ads