wb_sunny

Breaking News

চলে গেলেন ব্রাদার লিটন রোজারিও । Bangla Christian News

চলে গেলেন ব্রাদার লিটন রোজারিও । Bangla Christian News

সবাইকে কাঁদিয়ে শেষ বিদায় নিলেন হলিক্রস ব্রাদার লিটন জেরম রোজারিও সিএসসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। তিনি বেলা ১ টা ২০ মিনিটে (২৬ জানুয়ারি) ঢাকার গ্রিণরোডস্থ বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোহম্মদপুর গঠন গৃহের পরিচালক ব্রাদার তপন লরেন্স ছেরাও সিএসসি এই খবর নিশ্চিত করেন।

ব্রাদার লিটন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাঁর সুস্থতার জন্য হলিক্রস ব্রাদার সম্প্রদায় তাঁকে ৪ জানুয়ারি চেন্নাই এ্যাপলো হাসপাতালে পাঠিয়েছিল। ১৭ জানুয়ারি ফিরে এসে তিনি মোহম্মদপুর ব্রাদার হাউজে ছিলেন। তাঁর অবস্থার অবনতি হওয়াতে পুনরায় বিআরবি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই প্রাণত্যাগ করেন।

ব্রাদার লিনট ১৯৭৯ সালের ৬ মার্চ গাজীপুরের দড়িপাড়ায় পিতা মুকুল লিও রোজারিও ও মাতা মিলন রোজারিও’র কোলজুড়ে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ৩০ অক্টোবর শেষ ব্রত গ্রহণ করেন। পুরান ঢাকার ল²ীবাজারের সেন্ট গ্রেগরী স্কুলে কাউন্সিলিং-এর দায়িত্ব পালন করছিলেন ব্রাদার লিটন। পরবর্তীতে তিনি ফিলিপাইনে কাউন্সিলিং ইন সাইকোলজি বিষয়ে পড়াশোনা করতে যান।

ব্রাদার লিটনের মরদেহ আগামীকাল সকালে নিজ ধর্মপল্লী দড়িপাড়ায় নেওয়া হবে এবং সেখানে প্রথম অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ মোহম্মদপুর ব্রাদার হাউজে নিয়ে দ্বিতীয় খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ল²ীবাজার সেন্ট গ্রেগরী স্কুলে তৃতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ শেষে ওয়ারী কবরাস্থানে হলিক্রস ব্রাদারদের জন্য নির্ধারিত স্থানে কবরস্থ করা হবে।

 ডিসিনিউজ 

Android Apps on Google Play

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Ads