wb_sunny

Breaking News

রাজশাহীতে হলিক্রস স্কুল এন্ড কলেজের শাখা হচ্ছে । Bangla Christian News

রাজশাহীতে হলিক্রস স্কুল এন্ড কলেজের শাখা হচ্ছে । Bangla Christian News

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে হলিক্রস স্কুল এন্ড কলেজের শাখা।

সোমবার (২৫ জানুয়ারি) স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এদিন দুপুরে মহানগরীর ১৭নম্বর ওয়ার্ডের বড়বনগ্রাম কুচপাড়ায় ফলক উন্মোচন ও নির্মাণ কাজের সূচনা করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের হলিক্রস ব্রাদার্স প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার ড. সুবল লরেন্স রোজারিও সিএসসি।এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজশাহীর বিশপ জেভার্স রোজারিও ডিডি, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোহা. মোকবুল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার পল গমেজ, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা।

ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি স্কুল ভবন, একটি কলেজ ভবন, দু’টি ছাত্রাবাস, একটি অধ্যক্ষ ভবনের নির্মাণ কাজ শুরু হলো। প্রতিটি ভবন হবে ৫তলা বিশিষ্ট।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষানগরী রাজশাহীতে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল দীর্ঘদিনের। হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীবাসীর জন্য অত্যন্ত আনন্দের। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষাঙ্গণে নতুন মাইলফলক সূচিত হলো। হলিক্রস স্কুল অ্যান্ড কলেজটি নির্মাণ ও পরিচালনায় আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

মেয়র আরও বলেন, অতীতের মতো আগামীতেও আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। আমি পারস্পারিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই।রাজশাহীর বিশপ জেভার্স রোজারিও বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতে নার্সারী থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোহা. মোকবুল হোসেন বলেন, শিক্ষানগরীতে রাজশাহীতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে এখনও ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব রয়েছে। হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে রাজশাহীতে একটি ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান যোগ হলো।

সভাপতির ব্রাদার সুবল বলেন, রাজশাহী হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হবে। প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা করা হবে। আগামীতে এ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার পরিকল্পনাও রয়েছে।

আরবি/এসসি ২৬ জানুয়ারি ২০২১

সূত্র: ডিসিনিউজ

Android Apps on Google Play

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Ads