কালবের রিসোর্ট এন্ড কনভেনশন হল এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান
ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তবতার ছোয়ায় দৃশ্যমান। ২৮ শে নভেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দে, শনিবার, বেলা সাড়ে ১১ টায় কুচিলাবাড়ী (জোড়া পেট্রোল পাম্প সংলগ্ন), মঠবাড়ী, নাগরী ইউনিয়ন, কালীগঞ্জ, গাজীপুর এ বেলা দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর রিসোর্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মেহের আফরোজ চুম্কী, এমপি, গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিন্যাল প্যাট্রিক‘ ডি রোজারিও, সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রেজাউল করিম, সচিব, পল্লী উন্নয়নও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনাব মো: আহসান কবীর, অতিরিক্ত নিবন্ধক, (প্রশাসন,মাউস ও ফাইন্যান্স), সমবায় অধিদপ্তর, জনাব এস এম তারিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর এর পক্ষে জনাব মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক, জনাব মোহাম্মদ অলিউল ইসলাম অলি, চেয়ারম্যান, নাগরী ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ, গাজীপুর, জনাব হারুন-অর-রশীদ টিপু, সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুব লীগ, কালীগঞ্জ, গাজীপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাল্ব এর সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী। সঞ্চালক ছিলেন মহিষবাথান মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য, রাজশাহী শিমূল মেমোরিয়াল নর্থ-সাউথ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল বিরাজ আহমেদ।
স্বাগত ভাষণে সভাপতি জোনাস ঢাকী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নিজেকে ভাগ্যবান মনে করছি সাত লক্ষ ক্রেডিট ইউনিয়ন সদস্যের স্বপ্নের রিসোর্ট এর উদ্বোধন করতে পেরে। ক্রেডিট ইউনিয়ন কেবল ঋণদান নয়, সদস্যদের জীবনমান উন্নয়নের পাঠশালা।
কাল্ব সক্রেটারী আলফ্রেড রায় তার বক্তব্যে বলেন ১৯৭৯ খ্রীষ্টাব্দে কালব প্রতিষ্ঠা হয়। অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে এই বিশাল আয়োজন করা সম্ভব হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সমবায়ের মাধ্যমে মানুষের কল্যাণের, মানুষের মুক্তির। সমবায়কে তিনি রাস্ট্রের ২য় ধাপ হিসেবে স্থান দিয়েছিলেন। কাল্বের মাধ্যমে আমরা অসম্প্রদায়িক পরিবারে রূপান্তর হতে পেরেছি। শেখ হাসিনার সরকার, সমবায় বান্ধব সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মেহের আফরোজ চুম্কী, এমপি, বলেন – আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের ২৫২টি উপজেলায় কাল্ব এর সেবাকেন্দ্র আছে। কাল্ব আকু, বিশ^ ক্রেডিট ইউনিয়নের সদস্য হিসেবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। মিশন, ভিশন না থাকলে সুন্দরভাবে কাজ হয় না। আপনারা দলবদ্ধভাবে কাজ করেন, জবাবদিহিতা কাজে থাকতে হয়।
তিনি আরো বলেন – আমার নির্বাচিত এলাকায় এতো সুন্দর রিসোর্ট হয়েছে, আমি খুব খুশী। স্বচ্ছন্দে সবাই মানবতার সেবায় আত্ননিয়োগ করুন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিক্ষার উন্নয়ন, পদ্মা সেতু, নারীর ক্ষমতায়ন, বিদ্যুত উতপাদন, মেট্রোরেল এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে গেস্ট অব অনার কার্ডিন্যাল প্যাট্রিক‘ ডি রোজারিও, সিএসসি তার বক্তব্যে বলেন, রিসোর্ট ও কনভেনশন হলের উদ্বোধন খুব সুন্দর উদ্যোগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি, তিনি কো-অপারেটিভ মুভমেন্টের জন্য প্রেরণা যুগিয়েছেন। মানুষকে পিছিয়ে রেখে উন্নতি হয় না, কাল্ব গঠন দেবে, প্রশিক্ষণ দেবে, যা কাল্বের লক্ষ্য। তিনি আরো বলেন, এটা যেন গবেষণা কেন্দ্র হয়, কো-অপারেটিবের দর্শন যেন গুরুত্ব পায়। সমবায় মানে মিলন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কাল্ব ঙ অঞ্চলের ডিরেক্টর আরিফ মিয়া ও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ছিল পবিত্র কোরআন থেকে পাঠ, গীতা থেকে পাঠ, বাইবেল থেকে পাঠ, ত্রিপিটক থেকে পাঠ। প্রায় ১২০০ অতিথির আগমনে কাল্ব রিসোর্ট ছিল ভরপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথিবৃন্দ ও কালব এর শুরুতে ১১ টি ক্রেডিট ইউনিয়নকে ক্রেস্ট প্রদান করেন চেয়ারম্যান জোনাস ঢাকী। অনুষ্ঠানের মাঝে ছিল সমবেত নৃত্য পরিবেশনা। সবশেষে কাল্বের ভাইস চেয়ারম্যান মোছা: ফাহমিদা সুলতানা ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য ১৯৭৯ খ্রীষ্টাব্দে ১১ টি খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়ন নিয়ে গঠিত হয় কাল্ব। কাল্ব গঠনে স্বপ্নদ্রষ্টা এদেশে ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের পুরোধা একজন আমেরিকান মিশনারী নমস্য ফাদার চার্লস যোসেফ ইয়াং, সিএসসি। বর্তমানে কাল্বের সদস্যভুক্ত ক্রেডিট ইউনিয়নের সংখ্যা বাংলাদেশ ব্যাপী প্রায় ১১০০। আরো ৫০০ অধিক ক্রেডিট ইউনিয়ন কাল্বের আওতাভুক্ত হওয়ার জন্য অপেক্ষমান আছে। কালবের নিজস্ব তহবিল ১০০০ কোটি টাকা সম্প্রতি অতিক্রম করেছে। বিভিন্ন বিভাগে ২৫২ টি কাল্বের সেবা কার্যালয় আছে। কাল্ব তার অধীন বিভিন্ন ক্রেডিট ইউনিয়নকে অডিট সেবা, ট্রেনিং, পরামর্শ ও ঋণ সহায়তা দিয়ে থাকে। (বিজ্ঞপ্তি)
সূত্র:বিডিনিউজ