wb_sunny

Breaking News

বাংলা খ্রীষ্টিয়ান নিউজ।। ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির নতুন বোর্ডকে দায়িত্ব হস্তান্তর

বাংলা খ্রীষ্টিয়ান নিউজ।। ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির নতুন বোর্ডকে দায়িত্ব হস্তান্তর

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটি-এর নির্বাচিত নতুন বোর্ডের নিকট দায়িত্ব হস্তান্তর করেন পুরাতন বোর্ড সদস্যরা।

২৯ নভেম্বর দায়িত্ব হস্তান্তর গ্রহণ অনুষ্ঠান ঢাকা ক্রেডিটের ডানিয়েল কোড়াইয়ার বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সোসাইটির চেয়ারম্যান ডমিনিক কাজল ডি’কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের চিফ অফিসার জোনাস গমেজ, সুইটি শিশিলিয়া পিউরীফিকেশন ও খোকন মার্ক কস্তা।

সোসাইটির বিদায়ী চেয়ারম্যান ডমিনিক কাজল ডি’কস্তা নবনির্বাচিত সোসাইটির চেয়ারম্যান স্বপন রোজারিওর হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে নেন। ডমিনিক কাজল ডি’কস্তা নতুন চেয়ারম্যানের শুভ কামনা করেন ও ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।



ডমিনিক কাজল ডি’কস্তা বলেন, ‘আমি আশা করি নতুন বোর্ড আমরা যে কাজগুলো করতে পারি নাই, তাঁরা সেই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। ঋণ কার্যক্রমের পাশাপাশি কর্মীদের কল্যাণমূলক কাজ করার অনুরোধ করি।’

বিগত বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও নতুন বোর্ডের কর্মকর্তাদের হাতে ফাইল তুলে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও নতুন বোর্ডকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘নতুন বোর্ডের প্রতি আমার আহ্বান, আপনারা ঋণ কার্যক্রমের চেয়ে কর্মীদের কল্যাণমূলক কাজ বেশি করুন। কর্মীদের প্রশিক্ষণ প্রদানসহ হাউজিং প্রকল্প গ্রহণ করুন।’

তিনি আরো বলেন, স্বপ্ন দেখতে পারা, সাহসী মানুষ এবং পরিশ্রমী মানুষÑ এই তিন ধরনের মানষ খুব প্রয়োজন। তাঁরাই এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যান। নতুন বোর্ডের সদস্যদের এই তিনটি গুণ অর্জনের আহ্বান জানান।

সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান স্বপন রোজারিও সমিতির সদস্যদের নিয়মিত লেনদেন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি এই সমিতিতে ঋণ কার্যক্রমের বাইরেও কর্মীদের কল্যাণের জন্য কাজ করতে চাই। সমিতির সম্পদ এক কোটিতে উন্নীত করবো। তাই সকলের সহযোগিতা চাই।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের চিফ অফিসার জোনাস গমেজ, সুইটি শিশিলিয়া পিউরীফিকেশন, খোকন মার্ক কস্তা, নির্বাচন কমিশনার সোহেল রোজারিও ও রিচার্ড ফ্রান্সিস রোজারিও।

সূত্র: ডিসিনিউজ 

Android Apps on Google Play

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Ads