wb_sunny

Breaking News

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের প্রতি খ্রিষ্টান নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন - Bangla Christian News

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের প্রতি খ্রিষ্টান নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন - Bangla Christian News

‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের তালে শহীদ মিনারে প্রভাত ফেরিতে অংশ নেয় দেশের সর্ব বৃহৎ সমবায় প্রতিষ্ঠান ‘ঢাকা ক্রেডিট’ ‘এবং বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন।’
ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস,  সেক্রেটারি ইগ্নিাসিয়াস হেমন্ত কোড়াইয়া ও বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র নেতৃত্বে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ঢাকা ক্রেডিটের কর্মী এবং সদস্যরা।
ভাষা শহিদদের আত্মার কল্যাণ কামনার্থে বিবৃতি দেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও সেক্রেটারি। তাঁরা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলের কাছে আহ্বান জানান, ‘সবাই যেন মাতৃভাষা বাংলার শুদ্ধ চর্চা করেন। তারা বলেন ‘মায়ের ভাষার মর্মার্থ হৃদয়ে ধারণ করে বাঙালির মূল্যবোধকে তুলে ধরতে সবাই যেন সচেষ্ট হই। বাংলা ভাষাকে যেন সবার উর্ধ্বে তুলে ধরতে পারি।’
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট এদিন সকল শহিদদের আত্মার চিরকল্যাণ কামনা করেন। তিনি বলেন, ‘আমরা যেন একুশের চেতনাকে ধারণ করে, বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করতে পারি। বাংলাকে যেন নিয়ে যেতে পারি অনন্য উচ্চতায়।’
খালি পায়ে হেঁটে, বিনম্র শ্রদ্ধায় ফুল দিয়ে ৫২’র ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার চিরশান্তি কামনায় অংশ নেয় ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।
হালকা কুয়াশার চাদরে ঘেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শহিদদের স্তম্ভ শহিদ মিনার। লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত আজ ভাষা সৈনিকের পদতল। ফুলে ফুলে ছেয়ে গেছে মিনার চত্ত্বর। মাইকে বেজে চলেছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।

কারো মধ্যে তাড়াহুড়ো নেই, সবাই সারি বেধে খালি পায়ে এগিয়ে যায় শহিদ বেদিতে।
মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রথম প্রহরেই ১২ টা ১মিনিটে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার কল্যাণ কামনা করেন। এরপর একে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, স্কুল-কলেজ শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
ঢাকা ক্রেডিটের পক্ষে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ডিরেক্টর পাপিয়া রিবেরূ, ক্রেডিট কমিটির সদস্য পিটার গমেজ, এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা, সদস্য মলয় নাথ, ভিক্টর রেসহ আরো অনেকে।
সূত্র-ডিসিনিউজ
Android Apps on Google Play

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Ads