বাংলা খ্রীষ্টিয়ান নিউজ ।। মাদকাসক্ত এবং যৌন কর্মীদের সুস্থ জীবন গড়তে কাজ করছে কারিতাস প্রচেষ্টা প্রকল্প
কারিতাস প্রচেষ্টা প্রকল্প ২০১০খ্রি: হতে মাদকাসক্ত, যৌনকর্মী, বস্তিবাসী এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। প্রকল্পটি মাদকাসক্ত এবং যৌনকর্মীদের ডিআইসি (ড্রপ ইন সেন্টারের) মাধ্যমে সহায়তা দিয়ে আসছে। মাদকাসক্ত এবং যৌনকর্মীরা কারিতাস প্রচেষ্টা প্রকল্পের সার্বিক সহযোগিতায় সুস্থ জীবনে ফিরে এসে কর্মজীবনে ফিরে যাচ্ছে।
সাভার উপজেলা অডিটরিয়ামে ১৮-১১-২০২০খ্রি: তারিখে ১৫ জন মাদকাসক্ত এবং ৫ জন যৌনকর্মীকে কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রব্যবসা করার লক্ষ্যে প্রতিজনকে ৭,০০০/- টাকা করে আর্থিক অনুদান সহায়তা প্রদান করা হয়। উক্ত সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন মোহাম্মদ শিবলীজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার, সাভার, ঢাকা, ফরিদ আহাম্মদ খান, কর্মসূচি কর্মকর্তা (প্রচেষ্টা প্রকল্প-কারিতাস ঢাকা অঞ্চল) এবং মো: নাজমুল হুদা শাহীন, সাংবাদিক- বাংলাভিশন টিভি চ্যানেল।
সূত্র: বিডিখ্রীষ্টিযাননিউজ