wb_sunny

Breaking News

কোন রাজ্যে কে জিতছেন মার্কিন নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশ পেতে শুরু করেছে। বাইডেন এবং ট্রাম্পের মধ্যে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি

কোন রাজ্যে কে জিতছেন মার্কিন নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশ পেতে শুরু করেছে। বাইডেন এবং ট্রাম্পের মধ্যে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি

মার্কিন নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে জোরÑ লড়াই চলছে দুই প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে।Ñ ভোটের আগে ওপিনিয়ন পোলে যেমন ভাবা হয়েছিল, ফলাফল তেমনই হচ্ছে। এখনোÑ পর্যন্ত বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।

ডনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জিতে গিয়েছেনÑ কেনটাকি, ক্যানসাস, লুসিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, সাউথÑ ক্যারোলিনা, অ্যালাবামা, মিসিসিপি, টেনেসি, ওক্লাহোমার মতো রাজ্য।

অন্য দিকে জো বাইডেনের পকেটে এসেছে কলোরাডো, নিউ মেক্সিকো,Ñ ভারমন্ট, ভার্জিনিয়া, রোড আইল্যান্ড, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাসাচুসেটসÑ, মেরিল্যান্ড, ইলিনয়, কানেকটিকাটের মতো রাজ্য।Ñ


ফ্লোরিডায় জোর লড়াই চলছেÑ দুই পক্ষের। সকলে তাকিয়ে আছে জর্জিয়ারÑ দিকেও। ফ্লোরিডার বাজি ট্রাম্পের। মঙ্গলবার রাতেও ট্রাম্প দাবি করেছেন, ফ্লোরিডায় তিনিই জিতবেন।Ñ ভোটের আগে ফ্লোরিডায় একাধিক সভা করেছেন ট্রাম্প। এমনিতেই ফ্লোরিডা রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। কিন্তু ভোট গণনায় দেখা যাচ্ছে, বাইডেনও Ñসেখানে ভালো লড়াই করছেন।

নির্বাচনের এক সপ্তাহ আগেও ওপিনিয়ন পোলে ট্রাম্পের চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন বাইডেন। কিন্তু নির্বাচনের মুখে ঝটিতি সফরেÑ একাধিক সভা করেছেন ট্রাম্প। ওপিনিয়ন পোলেও তার প্রভাব পড়েছে।Ñ শেষ মুহূর্তের ওপিনিয়ন পোলে ট্রাম্প এবং বাইডেনের ব্যবধান অনেকটাই কমে গিয়েছে।Ñ এখনো পর্যন্ত ফলাফলের যে পূর্বাভাস মিলছে, তাতেও দেখা যাচ্ছে,Ñ দুই শিবিরের লড়াই চলছে হাড্ডাহাড্ডি। ট্রাম্প এবং বাইডেন দুইজনের পক্ষেই সহজÑ জয় পাওয়া কঠিন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

সূত্রঃ dw

Android Apps on Google Play

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Ads